গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫১ জনসহ মোট ২ হাজার ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৩ হাজার ৩৪ জন শনাক্তসহ মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় দেশের ৮০টি ল্যাবে ১৩ হাজার ৪০৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬ হাজার ৭৫১টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৭৬২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৮ হাজার ৭২৫ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১১ জন। এপর্যন্ত মোট ২ হাজার ১১ জন পুরুষ ও ৫৩৬ জন নারী মারা গেছেন, শতকরা বিবেচনায় যা যথাক্রমে ৭৮ দশমিক ৯৬ শতাংশ ও ২১ দশমিক ০৪ শতাংশ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট শনাক্ত: ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।
মারা গেছেন: ২ হাজার ৫৪৭ জন।
মোট সুস্থ: ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।
মোট নমুনা পরীক্ষা: ১০ লাখ ৬ হাজার ৭৫১টি।
কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৩৬ লাখ ৯৫ হাজার ৩০২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৪ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৭৬০।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ৪১ হাজার ১১৮ জন।
ব্রাজিল: ৭৬ হাজার ৮২২ জন।
যুক্তরাজ্য: ৪৫ হাজার ১১৯ জন।
মেক্সিকো: ৩৭ হাজার ৫৭৪ জন।
ইতালি: ৩৫ হাজার ১৭ জন।
ফ্রান্স: ৩০ হাজার ১৩৮ জন।
স্পেন: ২৮ হাজার ৪১৬ জন।
ভারত: ২৫ হাজার ৬১৯ জন।
ইরান: ১৩ হাজার ৬০৮ জন।
পেরু: ১২ হাজার ৬১৫ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে।
আনন্দবাজার/শহক