ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর সঙ্গে দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।

দুপুর পর্যন্ত দেশে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকায় নদীবন্দরে কোনো সতর্কবার্তা নেই।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন