গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এবং রাজেন্দ্রপুর এলাকায় বৃহস্পতিবার (১৬ জুুলাই) লবলং খাল দখল ও পরিবেশ দূষণের দায়ে দুটি কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। খাল দখল পরিবেশ দূষন বিরোধী অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার মাওনায় ও রাজেন্দ্রপুর এলাকায় ক্রাউন উল লিমিটেডকে লবলং খালের জায়গা দখল করে স্থাপনা করায় চার লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে পদ্মা পেপার মিল কে বাইপাস লাইনের মাধ্যমে দূষিত বর্জ্য নির্গমন করে খাল দূষণ করায় দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময়ে দুটি কারখানায় জরিমানা ধার্যপূর্বক ছয় লাখ টাকা আদায় করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন গাজীপুরের পরিবেশ অধিদপ্তর, র্যাব এবং আনসার ব্যাটালিয়ন এর সদস্য গণ।
আনন্দবাজার/শাহী/এম