বরগুনার তালতলী উপজেলার বীর মুক্তিযোদ্বা ও প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ আলী আকবার (৮০) মিয়া।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধার দিকে করোনা উপসর্গ নিয়ে আমতলী হাসপাতালে ইন্তেকাল করেছেন।
পরিবারের সূত্রে জানা গেছে,বীর মুক্তিযুদ্ধা আলী আকবার দীর্ঘদীন যাবত ডায়বেটিস, হার্টের সমস্যা ও টাইফয়েড জ্বরে ভুগছিলেন।উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদ্যস ছিলেন। তিনি সাবেক ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধার মাঝে নেমেছে শোকের ছায়া। তিনি অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করছেন।
আমতলী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শংকর প্রসাদ অধিকারী মুঠফোনে জানান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া ডায়বেটিস, হার্টের সমস্যা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কিছু ক্ষন পর ইন্তেকাল করেন। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
আনন্দবাজার/শাহী/মেহেদী