দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ দ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পদ্মায় স্রোতে। বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি বলেন, তীব্র স্রোত আর নাব্য সংকটের কারণে একেকবার আপ-ডাউনে সময় লাগছে প্রায় সাড়ে চার ঘণ্টা; যেখানে স্বাভাবিকভাবে সময় লাগে সোয়া দুই থেকে আড়াই ঘণ্টা।
“স্রোত এত বেশি যে ফেরিগুলো চলতে হিমশিম খাচ্ছে। এ কারণে ঘাটে গাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছে।”
শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক হিলাল উদ্দিন বলেন, গাড়ির চাপ সামালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
যাত্রীরা অস্থির হয়ে উঠেছে। ফেরি চলাচলে সমস্যার কারণে চাপ বাড়ছে লঞ্চ ও স্পিডবোটের ওপর।
আনন্দবাজার/এস.কে