সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর থানার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ৫ শত নারী পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় সংসদ সদস্য বলেন, হাওরাঞ্চলের সাধারণ মানুষ প্রাকৃতিক দুযোগে লড়াই করে বেঁচে থাকে। জম্ম থেকে আমরা প্রাকৃতিক দুয়োগের সংঙ্গে লড়াই করে আসছি এর মাঝে বেঁছে থাকতে হবে। উজান থেকে ঢল ও পাহাড়ীর ঝরনা দ্বারা আমাদের এলাকায় অকাল বন্যার সৃষ্টি হয়। সাধারণ মানুষের দাবী প্রতিরক্ষা দেওয়া স্থাপন করার জন্য। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি জানাবো।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার ওসি মো.আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মো. মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, আওয়ামীলীগ নেতা অমরেশ চৌধুরী, মো. জহিরুল হক, মো. কুতুব উদ্দিন, মো. নেহার উদ্দিন, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন প্রমুখ।
আনন্দবাজার/শহক/সউ