শাহজালাল বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রেডিও ব্যবস্থার ক্রটির কারণে প্রায়ই পাইলটদের সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। পুরাতন রাডার নিয়েও আছে ভোগান্তি। অন্যদিকে, অনলাইন আইপিএস ব্যাকআপ না থাকায় ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিন্টেম আইএলএস দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাজে আসছে না। তবে, কর্তৃপক্ষের দাবি সুষ্ঠু নেভিগেশন ও কমিউনিকেশনের জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে।
শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ভবনের উত্তর পাশে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। এখান থেকেই ২৪ ঘণ্টা রেডিওর মাধ্যমে সার্বক্ষণিক বিমান, হেলিকপ্টারের পাইলটদের চলাচলে নির্দেশনা দেওয়া হয়। দেশের আকাশসীমায় বিমানের গতিপথ নিয়ন্ত্রণ, আবহাওয়ার তথ্য প্রদান, বিমান ওঠা-নামার অনুমতি ও পার্কিং; পুরো প্রক্রিয়াটি ভিন্ন ভিন্ন রেডিও চ্যানেলের মাধ্যমে টাওয়ার থেকে নিয়ন্ত্রণ করা হয়।
দীর্ঘদিনের পুরাতন রেডিও সিস্টেমে প্রায় পাইলটদের সঙ্গে এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কখনও কখনও কথোপকথন পরিস্কার শুনতে পান না পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। এতে, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। গত, ১৯ই আগস্ট শাহজালালের এটিসির এক রেকর্ডে কথোপকথন পরিস্কার শুনতে না পাওয়াটা স্পষ্ট।
কোন কারণে শাহজালালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জেনারেটর চালু করলে ক্যাটগরি ১ এ থাকা আইএলএস পুনরায় চালু হতে ৮ সেকেন্ড লাগে। ফলে, দ্রুত গতিতে আসা উড়োজাহাজ কম ভিজিবিলিটিতে আইএলএস’র ছাড়া অবতরণ করলে ঘটতে পারে দুর্ঘটনা। অনলাইন আইপিএস স্থাপন করলে দূর হবে এ সমস্যা।
সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, ‘আপগ্রেডেড সিস্টেম আমরা ইনকরপোরেট করার চেষ্টা করছি। আমরা সহসাই একটি এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছি, যার সঙ্গে রাডার, কমিউনিকেশন এভিয়েশন সিস্টেম স্যাটেলাইটের মাধ্যমে কাজ করবে। এর মাধ্যমে বিমান চলাচল ব্যবস্থা অনেক নিরাপদ হবে।’
এদিকে, শাহজালালের রাডার ব্যবস্থাপনাও বেশ পুরাতন। রাডার সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য প্রতি শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ রাখা হয়। সে সময় পুরোপুরি রেডিও ব্যবস্থার উপর নির্ভর থাকতে হয়। কয়েক বছর ধরে উদ্যোগ নিলেও নতুন রাডার স্থাপন করতে পারেনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় (বেবিচক)।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক জানান, ‘রাডার ব্যবস্থায় আমাদের যে ঘাটতি আছে আমরা তা ওভারকাম করার চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে আর সমস্যা হবেনা।’
উড়োজাহাজ চলাচল ও দেশের আকাশসীমা নিরাপদ রাখতে দ্রুত এসব সমস্যা সমাধান করা জরুরি।