ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাজারো বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল করেছে কুয়েত

কুয়েতে গ্রেফতার বাংলাদেশি সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা হাজারো বাংলাদেশির নথি বাতিল করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মেজর জেনারেল মাজেন আল-জাররাহ যেসব বাংলাদেশির কাগজপত্রে সই ও ইস্যু করেছেন সেগুলোই বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

গালফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সব লেনদেন পুনঃপরীক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এসবের মধ্যে নাগরিকত্ব, পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত কাগজপত্র রয়েছে। ওই সময়টাতে এসব কাজের বিভাগটি ছিল আল-জাররাহ’র দায়িত্বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাপুল আল-জাররাহ’র সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে হাজারো বাংলাদেশিকে ওয়ার্ক পারমিট দিয়েছেন।

জানা যায়, জাপাপুলের সঙ্গে সংশ্লিষ্ট আল জাররাহ’র সই করা সব নথিই আবার পরীক্ষা করছে কুয়েত সরকার।

আরও জানা যায়, সিরিয়ান নাগরিকদের কুয়েতে ঢোকায় নিষেধাজ্ঞা থাকলেও আল-জাররাহ ভ্রমণ ভিসা দিয়ে তাদের দেশটিতে ঢোকার সুযোগ দিয়েছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন