অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং নারী বিষয়ক মন্ত্রী মেরিস পেইন ৩ দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশ আসছেন। এই সফরে, অন্যতম দাতাদেশ হিসেবে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন তিনি। এছাড়া, ‘আইওআরএ ব্লু ইকোনোমি’ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সম্মেলনেও অংশ নিবেন তিনি।
ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, ব্লু ইকোনোমি সংক্রান্ত এ সম্মেলনে মৎস্য, জলজ শিল্প, জাহাজ শিল্প এবং তেল গ্যাসসহ পরিবেশগতভাবে টেকসই সমুদ্রভিত্তিক শিল্প নিয়ে আলোচনা করবেন মরিস পেইন।
৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ সফরে বাংলাদেশ সরকারের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা প্রচারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত ২১ বছরে এটাই হবে প্রথম কোন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর।