নৌবাহিনীর উন্নয়নে সৌদি আরব ও বাংলাদেশ একযোগে কাজ করবে জানিয়ে সৌদি নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফাহাদ-বিন আব্দুল্লাহ আল ঘোফাইলি বলেছেন, রোহিঙ্গাদের প্রতি অভূতপূর্ব মানবিক আচরনে শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত গড়েছেন।
সোমবার বিকেলে (২ সেপ্টেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে একথা বলেন সৌদির নৌবাহিনী প্রধান।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সরকারপ্রধান শেখ হাসিনা যে মানবিকতা দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
এ সময়, দুদেশের পারস্পরিক সম্পর্কের আওতায় বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন সৌদি নৌবাহিনী প্রধান।