রাজধানীর বালু নদীর তীরে বসুন্ধরার পি ব্লকে, অভিযান চালিয়ে দেশীয় মদের কারখানার সন্ধান পেয়েছে র্যাব। অভিযানে, ২০ হাজার লিটারের বেশি দেশি মদ জব্দ করা হয়।
সোমবার মধ্যরাতে বালু নদীর তীরে ঐ এলাকায়, অভিযানে যায় র্যাব-৪ এর একটি দল। সেসময় ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন স্থানে মদ সরবরাহের কাজ করছিলো মাদক কারবারিরা।
র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা কিছুটা পিছুপা হলে নৌকা নিয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।
এরপর নদী তীরে তল্লাশি চালালে, সন্ধান মেলে দেশীয় মদ তৈরির কারখানা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।