ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীর তুরাগ নদ দূষণ করায় ৪ কারখানা বন্ধ, দু’টিকে জরিমানা

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের পানি দূষণের দায়ে বিসিক শিল্প নগরী টঙ্গীর দক্ষিণ শিলমুন এলাকায় চারটি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরো দুটি কারখানাকে জরিমানা করে তা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এদিকে এই ভ্রাম্যমাণ আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় সূএ থেকে জানা যায়, মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তুরাগ নদ দূষণের দায়ে টঙ্গীর দক্ষিণ শিলমুন এলাকার গ্রিণ টাচ্ ফ্যাশনকে দুই (২) লাখ টাকা ও স্মার্ট ডিজাইন ওয়াশিং কারখানাকে ১ (এক) লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও তুরাগ নদ দূষণের দায়ে একই এলাকার নিবিড় (পপুলার) ওয়াশিং, রুপসী ওয়াশিং, ফ্যাশন ডিজাইন ওয়াশিং ও হোয়াইট হাউজ ওয়াশিং নামের চারটি কারখানাকে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও গাজীপুর আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম সরকার জানান, তুরাগ নদসহ গাজীপুরের সকল নদ-নদী ও খাল দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন