পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর এবং বরিশালের এপিবিএন এর সদস্যরা সহযোগিতা করেন।অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায় মেয়াদ উর্ত্তীন ঔষুধ বিক্রি ও প্রস্তাব করায় ‘ঔষধ বিপনী’কে ৮ হাজার টাকা, মূল্য তালিকা প্রদশর্ন না করায় বিসমিল্লাহ টেডার্সকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া বেকারীকে ৩ হাজার টাকা এবং ঝুঁকিপুর্ণভাবে গ্যাস ও পেট্রোল বিক্রি করার অপরাধে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
আনন্দবাজার/শাহী