ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ

নওগাঁর আত্রাইয়ে মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে ৬৭২ জনকে মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৯-২০ অর্থ বছরের চেক বিতরণ করা হয়।

সরকারী নিয়ম অনুযায়ী গরীব এবং অস্বচ্ছল পরিবার দুটি সন্তান পর্যন্ত এ সুবিধা ভোগের অধিকারী হবে। এবার উপজেলার ৮ ইউনিয়নে ৬৭২ জনকে নয় হাজার ছয়শত করে মোট ৬৪ লক্ষ ৫১ হাজার দুইশত টাকার চেক বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন জানান, বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কারনে সামাজিক ও শারীরিক দুরত্ব মেনে এবার ভিন্ন আঙ্গিকে চেক বিতরণ করা হচ্ছে। সরকারের এ সুবিধা অব্যাহত থাকবে বলে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এন এইচ

সংবাদটি শেয়ার করুন