ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

উন্মুক্ত স্থানে নয়, ঈদুল আজহার জামাত মসজিদে

উন্মুক্ত স্থানে নয় বরং এবার আসন্ন ঈদুল আজহার জামাত মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।

তিনি জানান, করোনা ভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামাত উন্মুক্ত স্থানে না করে মসজিদের ভেতরে আদায়ের সিদ্ধান্ত হয়েছে। ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন