সম্প্রতি করোনা শনাক্তের পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের প্রতারণার ঘটনায় আলোচিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ।
আজ রবিবার বেলা সোয়া একটার দিকে কর্মস্থল থেকে তিনি ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে হাজির হন।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ বলেন, প্রতারণার ঘটনার জেরে তদন্তের প্রয়োজনে তাকে ডাকা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। সুনির্দিষ্ট কোন অভিযোগের যে ব্যাপারে তাকে ডাকা হয়েছে সে বিষয়ে উপ-কমিশনারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তার স্বামী জেকেজি হেলথকেয়ারের সিইও আরিফুল হক চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা তদন্তাধীন আছে। নানা মাধ্যমে সাবরিনাকে জেকেজি চেয়ারম্যান হিসাবে পরিচয় দেওয়া হলেও তিনি দাবি করেছেন, এর সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি শুধু জেকেজিকে করোনার ব্যাপারে পরামর্শ দিয়েছেন।
তবে এই ঘটনায় যে মামলা করা হয়েছে, তাতে সাবরিনাকে আসামি করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এর আগে গেল ৪ জুন স্বামী আরিফুলের বিপক্ষে মারধরের অভিযোগ তুলে সাবরিনা তেজগাঁও বিভাগের একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তবে অন্তত দুই মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সাবরিনা।
আনন্দবাজার/এইচ এস কে