সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে থানার এ পর্যন্ত ১৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ অফিসেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান।
জানা যায়, সর্বশেষ গত শুক্রবার এক দিনেই ১০ জনের করোনা পজিটিভ এসেছে। এরপর দু সপ্তাহ আগে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাইওয়ে থানার ৩৫ পুলিশ সদস্যের মধ্যে এক এএসআইসহ ১৬ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে, কালীগঞ্জ বারাবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মিয়া জানান, হাইওয়ে সড়কে সরকারি দায়িত্ব পালনকালে এ থানার ১৬ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্তদের মাঝে ১ জন সুস্থ হয়েছেন। বাকিদের নিজ অফিসেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আনন্দবাজার/শাহী/বুর




