নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর পাশে থাকার আশ্বাস দিয়েছে কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী বরাত দিয়ে দক্ষিণ এশিয়ার ডিভিশনের নির্বাহি গ্যালিন ফরেস্ট অফিশিয়াল মেইলের মাধ্যমে সংগঠনটিকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠন নিসআ-র কর্মকাণ্ডে শুভকামনা জানিয়েছেন কানাডিয়ান পররাষ্ট্র দপ্তরের ই-মেইলে জানানো হয়, কানাডা বাংলাদেশের সড়ক নিরাপত্তার গুরুত্বকে গুরুত্ব সহকারে নিচ্ছে।
এছাড়াও করোনাভাইরাস দুর্যোগের কারণে আসন্ন ২৯ শে জুলাই নিরাপদ সড়ক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে নিয়ে ইমেইলে বলা হয়, চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে মন্ত্রী এবং হাইকমিশনের কর্মকর্তারা এই সময়ে এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না।
এ বিষয়ে নিসআ এর যুগ্ম-আহ্বায়ক ইনজামুল হক জানান, আমরা বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনারকে আমাদের দ্বিতীয় বর্ষ পূর্তিতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু বাংলাদেশের করোনা প্রাদুর্ভাবের জন্য তারা আসতে অনীহা প্রকাশ করেছেন। তাই করোনাভাইরাস, ঈদ সহ সামগ্রিক বিষয় বিবেচনায় আমাদের ২৯ জুলাই এর প্রোগ্রাম সীমিত আকারে করার প্রস্তুতি নেয়া হয়েছে।
সংগঠনের আহ্বায়ক মোস্তফা রিজোয়ান রাহাত জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে আমাদের বর্ষপূর্তি উদযাপন করা হবে।
তিনি আরো জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ২৯ শে জুলাই এর বেশ কিছু কর্মসূচির দিনক্ষণ কিছুটা এগিয়ে আনা হবে।
কানাডিয়ান পররাষ্ট্র দপ্তরে ইমেইলে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার সহ মানবাধিকার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গ নিরাপদ সড়ক আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করেছিলো বাংলাদেশের নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার।
আনন্দবাজার/শাহী