ঢাকা | শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের নজর নেই

বিগত ৫ বছর ধরে দেশে ১ দশমিক ৩৭ শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গেল ৫ ধরে দেশে বছর প্রতি জনসংখ্যা বেড়েছে ২০ লাখ করে। তবে এর লাগাম টেনে ধরতে সরকার অনেকটাই উদাসীন বলে অভিযোগ বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা নীতিকে যুগোপোযোগী না করা, বার বার স্লোগান বদলের কারণে নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। এছাড়াও জনমিতিক সুফলের সঠিক ব্যবহার হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তারা।

আর এমন অবস্থায় আজ শনিবার (১১ জুলাই) সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। বর্তমানে দেশে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১২৫ জন করে বাসবাস করছেন। অতি জনঘনত্ব বাংলাদেশের জন্য এখন এটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

২০১১ সালের আদমশুমারি অনুসারে দেশের জনসংখ্যা ছিল ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার। তবে পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুসারে, ২০১৫ সালে জনসংখ্যা ১৫ কোটি ৮৯ লাখ, ২০১৬তে ১৬ কোটি ৮ লাখ, ২০১৭তে ১৬ কোটি ২৭ লাখ,২০১৮তে ১৬ কোটি ৪৬ লাখ এবং ২০১৯ সালে জনসংখ্যা ১৬ কোটি ৬৫ লাখ গিয়ে পৌঁছায়। অর্থাৎ গত ৫ বছর ধরে দেশে জনসংখ্যা বেড়েছে ১ দশমিক ৩৭ শতাংশ হারে।

ঢাবি জনসংখ্যা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মইনুল ইসলাম জানান, বাংলাদেশে বর্তমানে যে জনসংখ্যা নীতি আছে সেই নীতিকে এখনো আমরা বলবো না যে আপগ্রেডেড অবস্থায় আছে। আমার জানামতে জাতীয় জনসংখ্যা কাউন্সিলের ২০১০ এরপর আর কোন কাউন্সিলই অনুষ্ঠিত হয়নি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন