বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ২৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে বর্তমানে ৪৬ লাখ ৪২ হাজার ৬৩৬ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৪৫৪ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় আছে। তবে ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭১ লাখ ৮৭ হাজার ৩৮৯ জন সুস্থ হয়ে উঠেছে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এছাড়া করোনায় এখন পর্যন্ত পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন রোগী মারা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৪ লাখ ২৬ হাজার ৪২৮ জন, ব্রাজিলে ১১ লাখ ৫২ হাজার ৪৬৭, রাশিয়ায় চার লাখ ৮১ হাজার ৩১৬ জন, ভারতে চার লাখ ৯৫ হাজার ৯৬০, চিলিতে দুই লাখ ৭৪ হাজার ৯২২, ইরানে দুই লাখ ১২ হাজার ১৭৬, পেরুতে দুই লাখ সাত হাজার ৮০২, ইতালিতে এক লাখ ৯৩ হাজার ৯৭৮, তুরস্কে এক লাখ ৯০ হাজার ৩৯০, জার্মানিতে এক লাখ ৮৩ হাজার ৬০০, মেক্সিকোতে এক লাখ ৭২ হাজার ২৩০, সৌদি আরবে এক লাখ ৬১ হাজার ৯৬, পাকিস্তানে এক লাখ ৪৫ হাজার ৩১১, দক্ষিণ আফ্রিকায় এক লাখ ১৩ হাজার ৬১, কাতারে ৯৭ হাজার ২৭২, বাংলাদেশে ৮৪ হাজার ৫৪৪, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৬০৯ এবং ফ্রান্সে ৭৮ হাজার ১৭০ জন সুস্থ হয়ে উঠেছে।
এছাড়া কানাডায় ৭০ হাজার ৫৭৪ জন, কুয়েতে ৪২ হাজার ৬৮৬, সিঙ্গাপুরে ৪১ হাজার ৬৪৫, সংযুক্ত আরব আমিরাতে ৪৩ হাজার ৫৭০, সুইজারল্যান্ডে ২৯ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৬৫, মালয়েশিয়ায় আট হাজার ৪৯৯ ও অস্ট্রেলিয়ায় সাত হাজার ৫৭৬ জন সুস্থ হয়ে উঠেছে।
আনন্দবাজার/এইচ এস কে