করোনা ইউনিট এবং পিসিআর ল্যাবের জন্য চিকিৎসকের ঘাটতি ব্যাপক আকার ধারন করেছে।
সম্প্রতি বরিশাল বিভাগের সরকারি স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোর প্রায় অর্ধেক চিকিৎসকের পদ শূন্য বলে জানা গেছে। শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেও এই চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে সঠিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন খোদ চিকিৎসকরাই।
বরিশাল বিভাগে চিকিৎসক শূন্যতা
জেলা পদের সংখ্যা পূরণকৃত পদ শূন্য পদ
বরিশাল ২২২ ১৪৪ ৭৮
সদর হাসপাতাল ৩৩ ১৬ ১৭
পটুয়াখালী ১৬৫ ৯৬ ৬৯
পটুখালী ২৫০ শয্যা হাসপাতাল ৫৮ ১৬ ৪২
ভোলা ১৮৭ ১০৪ ৮৩
ভোলা ২৫০ শয্যা হাসপাতাল ২২ ১১ ১১
পিরোজপুর ১৭২ ৯৯ ৭৩
বরগুনা ১২৫ ৬৩ ৬২
বরগুনা ১শ’ শয্যার হাসপাতাল ৪২ ০৯ ৩৮
ঝালকাঠি ১০৩ ৬৫ ৩৮
বিভাগের মোট ১১২৯ ৬২৩ ৫০৬
এই ব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারি পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, আমাদের পরিসংখ্যান অনুযায়ি প্রায় ৪০ শতাংশ পদ খালি আছে। বর্তমানে যারা কাজ করছে তাদের উপর বাড়তি চাপ পড়ছে। আমরা যদি পর্যাপ্ত চিকিৎসা দিতে চাই তাহলে দ্রুত এসব খালি পদে নিয়োগ দিতে হবে।
স্থানীয় স্বাস্থ্য দপ্তর থেকে পরিস্থিতি পরিবর্তন করতে অনেকবার চিঠি দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের জোরালো ভূমিকা চান সচেতন নাগরিকেরা।
আনন্দবাজার/এইচ এস কে