বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসাকর্মীরা বিশেষ সম্মানী হিসেবে দুই মাসের বেতনের সমান অর্থ পাচ্ছেন

সম্প্রতি করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী দেবে সরকার। তারা বিশেষ সম্মানী হিসেবে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।

ওই পরিপত্রে বলা হয়, বিশেষ সম্মানীর আওতায় শুধু করোনায় আক্রান্ত রোগীদের সেবায় সরাসরি কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য সেবাকর্মীরা এককালীন দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

জানা গেছে, চিকিৎসাকর্মীদের সম্মানী-বীমার জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এই সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে বলা হয় পরিপত্রে। স্বাস্থ্য অধিদপ্তর বা নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর নিদির্ষ্ট ফরমে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে সম্মানীর জন্য উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা তৈরি করে স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাবে।

এর পর স্বাস্থ্যসেবা বিভাগ তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই করে অর্থ বিভাগের সম্মতিক্রমে সম্মানী প্রদানে সরকারি নির্দেশ জারি করবে। সম্মানী বাবদ ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনা চিকিৎসায় বাংলাদেশ থেকে রেমডিসিভির নিলো পাকিস্তান

সংবাদটি শেয়ার করুন