ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি যুবলীগ চেয়ারম্যানের

সম্প্রতি দুর্নীতি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সেই সাথে যুবলীগের নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকতে এবং প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন শেখ পরশ।

ইতোমধ্যে করোনার এমন  কঠিন পরিস্থিতির মধ্যে বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার ( ৯ জুলাই) নেতাকর্মীদের সতর্ক করে দেয়া বার্তায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দুর্নীতির বিরুদ্ধে এই হুঁশিয়ারি দেন।

শেখ ফজলে শামস পরশ জানান, বিগত ৫ মাস যাবৎ বাংলাদেশ যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সহযোগিতা করছে। মানুষের পাশে এ যুবলীগ থাকবে, এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি – ইদানিং কিছু দুর্নীতিবাজ, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের ব্যক্তিগত ফায়দা লুটার চেস্টা করছে। আমাদের যুবলীগ এ ব্যাপারে সতর্ক থাকবে। দুর্নীতি এবং দুর্নীতিবাজদের কোন প্রশ্রয় দেবে না এবং তা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকার নানা দুর্নীতির উদাহরণ পাওয়া যাচ্ছে। ত্রান থেকে শুরু করে তহবিলের অর্থ আত্মসাৎ, ভূয়া সার্টিফিকেট, নকল মাস্ক, নকল পণ্য দিয়ে ফায়দা লুটে নিচ্ছে। আমি আশা করব আমাদের যুবলীগ এসব প্রতিরোধ করবে। এসব দুর্নীতিবাজ, যারা করোনা সংকটের সময় জীবন নিয়ে খেলা করে, ব্যক্তি স্বার্থ সাধন করে, তাদের ব্যাপারে যুবলীগের কোন সহমর্মিতা তো নয়ই বরং ভব্যিষৎ যুবলীগ তাদের প্রতিহত করবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন