সম্প্রতি রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তরিকুল ইসলামকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।
জানা গেছে, আজ বৃহস্পতিবার বিসিএস নবম ব্যাচের এই কর্মকর্তাকে বন্দরের চেয়ারম্যান নিয়োগ দিয়ে নির্দেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্থল বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী আগামী ২০ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
তবে রংপুরের বিভাগীয় কমিশনারকে স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করে পাঠানো হলেও সেখানে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নতুন কাউকে বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়নি।
আনন্দবাজার/এইচ এস কে




