ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাই থেকে আরও ১৫৩ বাংলাদেশি দেশে ফিরলেন

সম্প্রতি করোনা মহামারির কারণে দুবাইয়ে আটকে পড়া ১৫৩ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। আজ বুধবার (৮ জুলাই) দুবাই থেকে ১৫৩ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ভোর ৪টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েহে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এতে বলা হয়, দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

এবংকরোনার প্রাদুর্ভাবের কারণে গেল প্রায় চার মাস ধরে বিশ্বের নানা দেশে অনেক বাংলাদেশি আটকে আছেন। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহায়তায় দুবাই থেকে আজ তৃতীয় ধাপে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন