ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে নেওয়া হলো থাইল্যান্ডে

সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়।

সাহারা খাতুনের ভাগনে মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হতে পারে।

জানা গেছে, গেল ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। আজ বেলা সোয়া ১১টা পর্যন্ত তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন