বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গণস্বাস্থ্যের কিটের সক্ষমতা পুনঃযাচাইয়ের নির্দেশ

বিদ্যমান সরকারি নিয়ম মেনে পুনরায় কন্ট্রাক্ট রিসার্চ ফার্মের (সিআরও) মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্রকে তাদের অ্যান্টিবডি কিটের সক্ষমতা (ভ্যালিডেশন) যাচাই করতে বলেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর।

আজ রবিবার (০৫ জুলাই) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দলের প্রধান ও র‌্যাপিড কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মহিবুল্লাহ খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানায়।

ডা. মুহিব উল্লাহ খন্দকার বলেছেন, ওষুধ প্রশাসন তাদের কথা ইতিবাচকভাবে শুনেছেন। এ সময় তারা অ্যান্টিবডি কিটের বিষয়ে গণস্বাস্থ্যের ইন্টারনাল ভেলিডেশান রিপোর্টকে আমলে নিয়ে নিবন্ধন দেওয়ার অনুরোধ জানান। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তর বিদ্যমান সরকারি নিয়মে পুনরায় সিআরও এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি এর নীতিমালা (আমব্রেলা গাইডলাইন) অনুযায়ী ‘এক্সটারনাল ভেলিডেশান’ বা তৃতীয় পক্ষের মাধ্যমে সক্ষমতা যাচাই করতে বলা হয়েছে।

তিনি বলেন, নতুন কিছু করতে হলে সরকারের নীতিমালা অনুযায়ী আবার একইরকম সিআরও’র মাধ্যমে এক্সটারনাল ভেলিডেশন করতে হবে। তারা যে নতুন গাইডলাইন দিয়েছে, সেটা অনুযায়ী করতে হবে। আর গণস্বাস্থ্য সেটা করবে।

এর আগে ১৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে প্রতিবেদন জমা দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তরে। তবে এ র‌্যাপিড কিটের নিবন্ধন দেয়নি ওষুধ প্রশাসন অধিদপ্তর।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জীববৈচিত্র রক্ষা করে উন্নয়নের জোয়ার করতে হবে: ড. নিয়াজ

সংবাদটি শেয়ার করুন