বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, খাবারের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। আজ রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন। তিনি জানান, নানা ধরনের টাটকা শাক-সবজি, ফল, পূর্ণ শস্যদানা সমৃদ্ধ খাবার বিভিন্ন ধরণের ডাল এবং শিম জাতীয় খাবারের পাশপাশি মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খেতে হবে।
শিশু খাদ্যের ব্যাপারে তিনি জানান, শূন্য থেকে ৬ মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই খাবে। কারণ মায়ের বুকের দুধ থেকে শিশুর সব ধরনের পুষ্টি এবং পানি পেয়ে থাকে। শিশুর বয়স ৬ মাসের পর মায়ের দুধের পাশাপাশি পুষ্টিসম্পন্ন বয়স উপযোগী খাবার দিতে হবে এবং ২ বছর পর্যন্ত অবশ্যই বুকের দুধ পান করাতে হবে। মায়ের বুকের দুধের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। তবে মা করোনার ব্যাপারে সাস্থ্যবিধি মেনে চলবেন।
আনন্দবাজার/এইচ এস কে