ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভুতুরে বিদ্যুৎ বিল: ডিপিডিসির ৪ কর্মকর্তা বরখাস্ত

গ্রহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাঠানোর ঘটনায় প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ১৩ মিটার রিডার এবং একজন মিটার সুপারভাইজারের চুক্তিও বাতিল করে দিয়েছে ডিপিডিসি।

রাজধানী ঢাকার মধ্যাঞ্চল, দক্ষিণ-পূর্ব অঞ্চল ও নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। এরপর প্রাথমিক তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার (৪ জুলাই) ডিপিডিসির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

সাময়িক বরখাস্তকৃত চার কর্মকর্তা হলেন: নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রায়হানুল আলম, সহকারী প্রকৌশলী মুজিবুল রহমান ভূঁইয়া এবং কম্পিউটার ডেটা এন্ট্রি কো-অর্ডিনেটর জেসমিন আহমেদ।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জনান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তবে তদন্ত শেষ হলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন