সন্ত্রাসী হামলা ও অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসনিয়া জামান স্বর্ণা ও তার পরিবার। এ সময় গলার পেঁছিয়ে তাসনিয়া জামান স্বর্ণাকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিপ্রেক্ষিতে নিজের জন্য ল্যাপটপ কিনার জন্য ভাই ও মাকে সঙ্গে নিয়ে জেলা শহর মাগুরার উদ্দেশ্যে রওনা দিলে এলাকার পরিচিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ছিনিয়ে নেয় ৮০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি ড্রাইভিং লাইসেন্স, পার্স ব্যাগ, কানের দুল, গলার চেইনসহ অন্যান্য জিনিসপত্র।
৪ জুলাই শনিবার সকাল ১০ টার দিকে নিজ এলাকা শ্রীপুর উপজেলার মালাইনগর ইউনিয়নের সোনাতুনদী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইরাদ নামে একজন অপরাধীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে পার্স ও মোবাইল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন ‘আজ সকাল ১০ টায় আমি, আমার ভাই ও আমার মা মিলে ল্যাপটপ কিনতে যাচ্ছিলাম শহরের দিকে। তাছাড়া ভাই ও পরিবারের আরো কিছু কাজ ছিলো। ঠিক তখনই ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে সাথে থাকা নগদ ৮০,০০০ টাকা, চেইন, কানের দুল ও ফোন নিয়ে গেছে। আমাকে অনেক মারধর
করছে, আমার মা’কেও অনেক আঘাত করেছে। আমার ভাইকে কুপিয়ে রক্তাক্ত করেছে। আমার ভাই এখন হাসপাতালে ভর্তি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী শ্রীপুর থানার ওসির সাথে কথা বলে এর সুষ্ঠ বিচার, ছিনতাইকৃত মালামাল উদ্ধার ও শিক্ষার্থীর পরিবারের নিরাপত্তার জন্য আহ্বান করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে।
আনন্দবাজার/এফআইবি