করোনা সংক্রমণে সাম্প্রতিক সময়ে প্রতিদিন মৃতের সংখ্যা বাড়লেও চট্টগ্রামে গত দুই দিন ছিল মৃত্যুহীন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, শুক্রবার চট্টগ্রামে কোভিড-১৯ রোগে কেউ মারা যায়নি।
আজ শনিবার সকালে আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে যে করোনা আপডেট প্রকাশ হয়, তাতে এই তথ্য দেওয়া হয়েছে।
এই ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, প্রায় এক মাস পর করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুহীন দিন কেটেছে গতকাল শুক্রবার। মনে হচ্ছে আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবারও চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ওই হিসেব অনুযায়ী পরপর দুই দিন চট্টগ্রামে করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
মৃত্যু কমার কারণ জানতে চাইলে ডা. সেখ ফজলে রাব্বি জানান, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে প্রায় একশ করোনা রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে আছেন ৩৫ জন। তবে আগে হাসপাতালে রোগী ভর্তি করাতে যে ভোগান্তি হত সেটা এখন অনেকটাই কমে গেছে।
আনন্দবাজার/এইচ এস কে