ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি

বিগত এক সপ্তাহ ধরে রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। আর প্রতিদিনই পানি বেড়ে যাওয়ায় ঝুঁকিতে আছে দৌলতদিয়া ফেরি ঘাট ও নদীর তীরবর্তী গ্রামগুলো।

আজ শনিবার (৪ জুলাই) গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি দশমিক ৪৬ সেন্টিমিটার বেড়ে তা দৌলতদিয়া গেজ পয়েন্টে ৯ দশমিক ১১ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গতকালের তুলনায় দশমিক ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণী মো: ইউসুফ জানান, রাজবাড়ীতে পদ্মার পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। যে কারণে জেলার তিনটি পয়েন্টের মধ্যে সদরের মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্টে দশমিক ৪৬ সেন্টিমিটার বেড়ে তা বিদৎসীমার ৯ দশমিক ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন