ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মনের কথা

মুনির আহমদ

তুমি ভালবাস বলেই
সুনীলের মত বলতে হয়নি
কেউ কথা রাখেনি।
তুমি পাশে আছ বলেই
জীবনানন্দ দাশের মত পৃথিবীর পথ হেঁটে
বনলতা সেন খুঁজতে হয়নি।
তুমি অপরূপা বলেই
পৃথিবীর রূপ আমি দেখিতে চাইনি।
হাসিতে মুক্তা ঝরে বলেই
বিদ্রোহের দাবানল গায়ে জড়ায়নি।
সাদা-মাটা সাজগোজে থাক বলেই
দারিদ্র আমাকে পেয়ে বসেনি।
তুমি ভালবাস বলেই
সুনীলের মত বলতে হয়নি
কেউ কথা রাখেনি।

সংবাদটি শেয়ার করুন