ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক

সম্প্রতি নিউমোনিয়া এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ হক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।

জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের করোনাভাইরাস কেন্দ্রের সমন্বয়ক নাজমুল ইসলাম।

এই ব্যাপারে চিকিৎসক নাজমুল ইসলাম জানান, উনার শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ ছিল। এছাড়া তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকালে আছরের নামাজের পর সিলেট শহরের মানিকপীরের টিলা সংলগ্ন মাঠে এম এ হকের জানাজা হবে এবং এশার নামাজের পর বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের কুলুমা গ্রামে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে বলে বিএনপির সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম চৌধুরী জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় এমএ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন