ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মেছো বাঘকে পিটিয়ে হত্যা

যশোরের কেশবপুরে বুধবার রাতে খাদ্যের সন্ধানে আসা বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার এক নম্বর ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের মিরেরডাঙ্গা এলাকায়। গত ৩ মাস আগে ওই গ্রামে আরো একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করা হয়।

এলাকাবাসী জানায়, বরণডালী গ্রামের মিরেরডাঙ্গায় বসবাসকারী আব্দুল কুদ্দুসের গোয়ালঘরে ছাগল খাওয়ার জন্য হানা দেয় একটি পুরুষ মেছো বাঘ। বাঘটি গোয়ালঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কুকুরের ডাকাডাকিতে বাড়ির মালিকের ঘুম ভেঙে যায়। ততক্ষণে আরো ৪-৫টি কুকুর একত্রিত হয়ে বাঘটিকে তাড়া করে। ওই সময় গ্রামবাসী পিছু নিয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন