করোনায় মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করতে না পারায় গোটা এক দিন ফ্রিজারে রাখতে হলো মৃতদেহ। গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে কলকাতার আমহার্স্ট স্ট্রিট অঞ্চলে। ৭১ বছরের করোনা রোগীর মৃতদেহ বাড়িতে ফ্রিজ ভাড়া করে রেখেছে পরিবার। কারণ, করোনায় মৃত ব্যক্তির সৎকার কী ভাবে হবে সে বিষয়ে তথ্য পেতে এক দিন সময় লেগে গেছে। মৃত ব্যক্তির দেহের দায়িত্ব নেয়নি পুলিশ প্রশাসন।
গত শনিবার থেকে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন ওই বৃদ্ধ। সোমবার তাকে স্থানীয় মারওয়ারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। করা হয় করোনা পরীক্ষাও৷ তবে বিকেলের দিকে তার শরীর আরও খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় তার।
মৃত ব্যক্তির পরিবার জানায়, বৃদ্ধের করোনা হয়েছে, না কি হয়নি, এ বিষয়ে তারা নিশ্চিত হতে পারছিলেন না। করোনা রোগীর সৎকারের ভিন্ন ব্যবস্থা রয়েছে। ফলে মৃতদেহ নিয়ে তারা স্থানীয় একটি মর্গে রাখার চেষ্টা করেন। কিন্তু মর্গ কর্তৃপক্ষ দেহ নিতে অস্বীকার করে। পুলিশকেও খবর দেওয়া হয়। তবে পুলিশ কোনও রকম সহায়তা করেনি। এমন অবস্থায় মধ্য এবং দক্ষিণ কলকাতার আরও দুইটি মর্গে দেহ রাখার চেষ্টা করেন তারা। কিন্তু সফল হতে পারেননি। এ দিকে মৃতদেহ নিয়ে বাড়ি ফেরাও মুশকিল। পাড়া প্রতিবেশী আপত্তি জানাতে পারেন। অগত্যা পাড়ার ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়িতেই ফিরিয়ে আনা হয় মৃতদেহ। ফ্রিজারের বন্দোবস্ত করে তার মধ্যে রাখা হয় দেহ।
পরদিন করোনা রিপোর্ট পাওয়ার পরে তা নিয়ে যাওয়া হয় পুলিশের কাছে। পুলিশ দুই দিন ধরে কোনও রকম সাহায্য করেনি বলে অভিযোগ করেছে ওই পরিবার।
আনন্দবাজার/টি এস পি