ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডসে বোনাস বাতিলের প্রতিবাদে কর্মবিরতি

সম্প্রতি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির আসন্ন ঈদুল আজহার বোনাস বাতিলের প্রতিবাদে কর্মবিরতিতে গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার শ্রমিক-কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কাজ বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসারে প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি কর্মকর্তা- শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।

এই ব্যাপারে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুর্শেদুল আলম জানান, ব্যবস্থাপনা পর্ষদ আসন্ন ঈদুল আজহার বোনাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি এবং চার দিনের মধ্যে এই দাবি না মানলে সব গ্যাসক্ষেত্রে কঠোর আন্দোলন গড়ে তুলব আমরা।

জানা গেছে, আগামী চার দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা করে তারা কর্মবিরতি দিয়ে কর্মসূচি পালন করবেন।

এ ব্যাপারে কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহ আলম বলেন, বোনাস বাতিলের এই সিদ্ধান্ত নিয়ে…আমাদের কিছু করার নেই। আমাদের এটা বাস্তবায়ন করতে বলা হয়েছে উপর মহল থেকে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন