ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় ইউপি চেয়ারম্যান মহসীন বাবুল করোনা আক্রান্ত

করোনা সংকটকালীন সময়ে গরীব ও কর্মহীন মানুষের কল্যাণে দিনরাত বৃষ্টি ভিজে রোদে শুকিয়ে কাজ করতে গিয়ে চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন বাবুল করোনা পজেটিভ।
তিনি গত সোমবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করার পর বুধবার ১ (জুলাই) সকালের প্রাপ্ত রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ হিসেবে ধরা পরে।
তিনি এখন চট্টগ্রাম শহরে মেট্রোপলিটন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আইসোলেশনে রয়েছেন।
জানা গেছে, দীর্ঘদিন যাবত থেকে তিনি শারীরিক অসুস্থ ভুগছিলেন। সেই থেকে তিনি নিজের বাসাতেই থেকে চিকিৎসা নিয়ে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসা জন্য বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মহসীন বাবুল জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীনদের জন্য সরকারি সহায়তা কার্যক্রমে নিরলস ভাবে কাজ করেছেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি।
এরই মধ্যে করোনা পরীক্ষায় দিলে রিপোর্টে পজিটিভ এসেছে। সকলের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
আনন্দবাজার/শাহী/রাদ

সংবাদটি শেয়ার করুন