ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় স্বামীর কাঁচির আঘাতে স্ত্রীর মৃত্যু: স্বামী আটক

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর্যপুরি কাঁচির আঘাতে তুকাজেবা খাতুন (১৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১লা জুলাই) সকালে উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী সালাউদ্দিন সনিকে (২০) আটক করেছে পুলিশ।

নিহত তুকাজেবা খাতুন ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং আটক সালাউদ্দিন সনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মুরাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

এবিষয়ে নিয়ামতপুর থানার সহকারী-উপপরিদর্শক (এএসআই) সিদ্দিক বলেন, গত কয়েকদিন থেকে সালাউদ্দিন ওরফে সনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে অবস্থান করছিলেন। এদিন সালাউদ্দিন তার গ্রামের বাড়ি মুরাদপুরে যেতে চাইলে স্ত্রী নিষেধ করে। এতে উভয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এক পর্যায়ে সালাউদ্দিন কাঁচি দিয়ে স্ত্রী তুকাজেবা খাতুনের গলায় আঘাত করে। এতে তুকাজেবাকে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে ঘাতক স্বামীকে ধানশা গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় থানায় একটি মামলা দায়েরের হয়েছে।

আনন্দবাজার/শহক/অনিক

সংবাদটি শেয়ার করুন