ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের বাসা-বাড়িতে গ্যাস সংযোগের সুখবর

সম্প্রতি এ বছরের মধ্যেই আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দেয়া শুরু করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প এবং বাণিজ্যি এলাকায় নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিকে এরিয়া গুলোতেও নতুন গ্যাস-সংযোগ বন্ধ করা হয়। তবে ২০১৩ সালের ৭ মে আবাসিকে সংযোগ দেওয়া শুরু হলেও কিছুদিন পর তা আবার বন্ধ করে দেয়া হয়।

এই ব্যাপারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান গত বুধবার (০১ জুলাই) গণমাধ্যমকে বলেন, বিচার-বিশ্লেষণ চলছে- কী আছে, কী লাগবে, কী দিতে হবে, কী পরিমাণ আবেদন পেন্ডিং আছে। এগুলো নিয়ে আমরা বর্তমানে আলোচনা করছি। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাব।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন