ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমিত যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হলো বুড়িগঙ্গা সেতু

সম্প্রতি উদ্ধারকারী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) গার্ডারের জরুরি মেরামত শেষে সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টার দিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য অফিসার মো. আবু নাছের বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত কাজ শুরু করেছিলো সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

উল্লেখ্য, সদরঘাটে সোমবার (২৯ জুন) সকালে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটিতে ফাটল দেখা দেওয়ার পর রাত থেকে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন