চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া বৈলগাঁও পাহাড়ী এলাকার লটহল ধলতলী থেকে এক মৃত হাতির বাচ্চা উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২৯জুন) মৃত হাতিটির ময়নাতদন্ত করেছে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কান্তি নাথ ও শুভ কান্তি দাশ।
বিষক্রিয়ায় হাতিটির মৃতু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ নিয়ে চলতি বছরে বাঁশখালীর সাধরপুর রেঞ্জের আওতায় পাহাড়ি এলাকায় মোট ৪টি হাতির মৃত্যু হলো।
প্রথমে ৫ ফেব্রয়ারি সাধনপুরে পাহাড়ি হাতির মৃত্যু হয়েছিল। এর পর ৩০ মার্চ সাধনপুর লটমনি পাহাড়ে এবং ২৩ মে একইভাবে আরও একটি হাতির মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় ও বন বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পুকুরিয়া বৈলগাঁও পাহাড়ী এলাকার লটহল মৌজার ধলতলীতে মৃত হাতি দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কান্তি নাথ জানান, মৃত হাতিটির শরীর থেকে পোষ্টমর্ডাম এর জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ার কারণে মারা যেতে পারে বলে ধারণা করেন তিনি।
বনবিভাগের সাধনপুর রেঞ্জ এর পুকুরিয়া বনবিট কর্মকর্তা মনসুর আহমদ জানান, কীভাবে হাতিটি মারা গেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে।
আনন্দবাজার/তা.তা