ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার সকাল ৬টা থেকে লকডাউন ওয়ারী

পুরান ঢাকার ওয়ারীর রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলো আগামী শনিবার সকাল ৬ টা থেকে অবরুদ্ধ হচ্ছে। টানা ২১ দিন এই লকডাউন পরিস্থিতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডের টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে আউটার রোড সংলগ্ন এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।
টানা দুই মাস সারাদেশ লকডাউনের পর এখন করোনাভাইরাস সংক্রমণ বেশি এমন এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো অবরুদ্ধ করার কৌশল নিয়েছে সরকার। ঢাকায় পূর্ব রাজাবাজারের পর দ্বিতীয় এলাকা হিসেবে ওয়ারিকে অবরুদ্ধ করা হচ্ছে।

মঙ্গলবার বিকালে কোভিড -১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির এক সভা শেষে সংবাদ সম্মেলনে মেয়র তাপস ওয়ারী লকডাউনের দিন তারিখ জানান।

তিনি বলেন, এই এলাকার লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন করতে ২১ দিন সময় নিচ্ছি। আগামী ৪ জুলাই শনিবার থেকে শুরু করে ২৫শে জুলাই ২১ দিন আমরা এই লকডাউনটি বাস্তবায়ন করব।

এসময়ে ওয়ারীর দুটি সড়ক ব্যতীত বাকি সড়কগুলোর মুখ বন্ধ থাকবে বলে জানান মেয়র। এবং সার্বিকভাবে সকল কিছু বন্ধ থাকবে। শুধু জরুরী ওষুধ যেন প্রয়োজনে নিতে পারে, সেকারণে ফার্মেসিগুলো খোলা থাকবে। এছাড়া খাদ্য সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য ই-কমার্স এসোসিয়েশনসহ অন্যান্য মাধ্যমকে সংযুক্ত করে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করা হবে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন