ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিনা খরচে করোনা পরীক্ষার দাবিতে মানববন্ধন

সম্পূর্ন বিনা খরচে সরকারীভাবে করোনা পরীক্ষা এবং সকল হাসপাতালে কেন্দ্রীয় ভাবে অক্সিজেন সরবরাহ করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংবাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টায় শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ, ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম। সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাবেক সাধারন সম্পাদক দেওয়ান বদিউজ্জামান বদি।

মানবন্ধনে বক্তারা প্রতিটি জেলায় করোনার পরীক্ষাগার স্থাপনসহ সম্পূর্ন বিনা খরচে সরকারীভাবে করোনা পরীক্ষা এবং সকল হাসপাতালে কেন্দ্রীয় ভাবে অক্সিজেন সরবরাহের দাবি জানান।

আনন্দবাজার/শাহী/রিআ

সংবাদটি শেয়ার করুন