প্রাণঘাতী করোনা রোগিদের চিকিৎসায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে যুক্ত হচ্ছে ৩টি মূল্যবান ‘হাই ফ্লো অক্সিজেন থেরাপি মেশিন। যা সংঙ্কটাপন্ন কোভিড-নন কোভিড শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এরই মধ্যে মঙ্গলবার বিকাল থেকে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সংঙ্কটাপন্ন রোগিদের এসব হাই ফ্লো অক্সিজেন থেরাপি সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেছেন জেলা সদর হাসপাতালের সুপার ডাক্তার মহিউদ্দিন।
তিনি জানান, কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ২টি ও ঢাকাস্থ কক্সবাজার সমিতির উদ্যোগে ১টি হাই ফ্লো অক্সিজেন থেরাপি মেশিনের ব্যবস্থা করা হয়েছে সদর হাসপাতালের জন্য।
এই উপলক্ষে মঙ্গলবার ৩০জুন দুপরে জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে
সচিবালয় থেকে অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও ঢাকাস্থ কক্সবাজার সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমদ।
এ ছাড়াও ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সিভিল র্সাজন ডা: মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: মহিউদ্দিন, ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাধারণ সম্পাদক খোরশদে আলমসহ সংশ্লিষ্টরা।
বক্তারা সবাই করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তার নির্দেশ বাস্তবায়ন করা সম্ভব হলে দ্রুত বাংলাদেশে করোনা সংক্রমণ কমে আসবে বলে আশা প্রকাশ করেন।
পরে অনুষ্ঠানিকভাবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: মহিউদ্দিনের হাতে ৩ টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন
আনন্দবাজার/এফআইবি