মাটি কেটে উচু রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু বর্ষাকাল চলায় রাস্তা একেবারেই টিকানো যাচ্ছে না। প্রতি বর্ষাতেই এমন বেহাল হয়ে পড়ছে রাস্তা। আজ এখানে ভাঙছে তো পরদিন আরেক জায়গায় ভাঙছে। বগুড়া জেলার গাবতলী থানার ‘কদমতলী- গাবতলী’ সড়কের এ বেহাল দশা থেকে রক্ষায় বৃক্ষরোপণ শুরু করেছে ওই গ্রামের একদল যুবক। মঙ্গলবার হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের (এইচবিএফ) আর্থিক সহযোগিতায় তারা এ বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন এইচবিএফের পরিচালক আবুল বাশার মিরাজ, সিইও আবদুল্লাহ আল ফাত্তাহ, প্রজেক্ট ম্যানেজার সাইদুর রহমান, আ্যকাউন্টস্ ম্যানেজার সাকিবুল ইসলামসহ ওই এলাকার একদল তরুণ।
এ বিষয়ে জানতে চাইলে হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক আবুল বাশার মিরাজ বলেন, ‘মাটি কেটে উচুঁ রাস্তা করার কারণে রাস্তার ধার বারবার ধসে যাচ্ছে। এ ধসে যাওয়া রোধ করতে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। আমাদের উদ্দেশ্য পুরো রাস্তা জুড়েই বৃক্ষরোপণ করা। এ বর্ষায় যদি আমরা রাস্তা ধার দিয়ে বৃক্ষরোপণ করতে পারি তাহলে আগামীতে এ রাস্তার ধস ঠেকানো সম্ভব হবে বলে আশা করছি।’
আনন্দবাজার/এফআইবি