ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাই’য়ে লোকালয় থেকে বন্য হরিণের ছাবক উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গাছড়া এলাকা হতে একটি বন্য হরিণের ছানা উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ।হরিণ ছানাটি পালিত ছাগলের সাথে বন থেকে চলে আসে।

সোমবার (২৯ জুন) সকালে কাপ্তাই থানার পুলিশ খবর পেয়ে হরিণ ছানাটি উদ্ধার করে।

সূত্র জানিয়েছে, কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউপি এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা রাজন দাসের বাসায় গত ২৮ জুন সকালে পালিত ছাগলের সাথে বন থেকে আসা একটি হরিণের ছানা দেখতে পান স্থানীয়রা। এই সময় বাচ্ছা ছানাটিকে বিক্রি করতে আটকে রাখেন ছাগলের মালিক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসলে কাপ্তাই সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন মামুন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছারকে অবহিত করলে তিনি তৎক্ষণাৎ কাপ্তাই থানা পুলিশকে হরিণ ছানাটি উদ্ধার করতে বলেন।

তারপর সোমবার(২৯ জুন) সকালে তিনি এবং কাপ্তাই থানা পুলিশের ওসি নাসির উদ্দীন সহ পুলিশ সদস্যরা হরিণ ছানাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, উদ্ধারকৃত হরিন ছাবকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন