গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৬৪ জনসহ মোট ১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৩ হাজার ৬৮৬ জন শনাক্তসহ মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩জন।
মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় ৬৮ টি ল্যাবে নতুন করে নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪২৬ টি।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৪ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬০৪ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু রেখেছে।
আনন্দবাজার/শহক