সম্প্রতি লঞ্চ ডুবির ঘটনায় সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করার জন্য মামলা করার কথা জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগের পরিদর্শক দল।ক্ষতিগ্রস্ত পোস্তগোলা ব্রিজ পরিদর্শন শেষে পরিদর্শক দল একথা জানিয়েছে।
পরিদর্শক দল জানান, চালকের ভুলেই পোস্তগোলা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিকেলে মিটিংয়ের পর যান চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তারা।
জানা গেছে, গতকাল বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযানে যাওয়ার পথে ঢাকার পোস্তগোলা ব্রিজে আটকে যায় উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। ব্রিজের থেকে জাহাজের উচ্চতা বেশি হওয়ায় এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্রিজের সাথে উদ্ধারকারী নৌযানটি আটকে যায় বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এখন পর্যন্ত লঞ্চডুবির ওই দুর্ঘটনায় ৩৩ জনের মত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে