ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

তীরে টেনে আনা হয়েছে ডুবন্ত মর্নিং বার্ডকে

অবশেষে বুড়িগঙ্গার মাঝনদীর তলদেশ থেকে তীরে টেনে আনা হয়েছে রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। লঞ্চটি উপুড় হয়ে আছে পানিতে। এখনও ডুবুরিরা লঞ্চটি ভেতরে তল্লাশি চালাচ্ছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টার দিকে বিআইডব্লিটিএর দূরন্ত জাহাহে করে লঞ্চটিকে রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসে। বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক জানান, ক্রেনবাহী জাহাজ আসতে না পারায় দূরন্ত জাহাজ দিয়ে টেনে লঞ্চটিকে তীরে নিয়ে আসা হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুল ইসলাম সুমন জানান, আজ সকালে আর কোন লাশ উদ্ধার করা হয়নি। আমরা এখন লঞ্চটির পজিশন খতিয়ে দেখবো। কেমন অবস্থায় আছে। এরপর এটিকে উল্টে ঠিক করা হবে।

প্রসঙ্গত, গতকাল (২৯ জুন) রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মুন্সীগঞ্জ থেকে আসা ‘মর্নিং বার্ড’ নামের একটি ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটেছে।তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন